মেধাবীদের বৃত্তি দিল নরসিংদী জেলা পরিষদ
নরসিংদীতে জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অস্বছল ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান।
জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তাফা মিয়া, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী শহিদুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান খোকন প্রমুখ।
অনুষ্ঠানে মাধ্যমিক (এসএসসি) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ এক হাজার ৩১৩ জন শিক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণ ৫৭৯ জন মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির মোট ৬৭ লাখ ৫৫ হাজার টাকা বিতরণ করা হয়।