অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি
স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্পর্কে অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সর্বাত্মক কর্মবিরতি শুরু করেছেন। কর্মবিরতির পাশাপাশি ক্যাম্পাসে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, ক্লাস-পরীক্ষা বর্জন করছেন শিক্ষকরা।
আজ বুধবার সকাল ১১টায় দুইদিনব্যাপী কর্মবিরতির শুরুতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কালো পতাকা উত্তোলন করা হয়। পরে সমাবেশে বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোল্লা আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার প্রমুখ।
অধ্যাপক মোল্লা আমিনুল ইসলাম বলেন, বর্তমান বেতন কাঠামোর মাধ্যমে শিক্ষকদের প্রথম গ্রেড থেকে চতুর্থ গ্রেডে নামিয়ে দেওয়া হয়েছে। অন্য দেশে শিক্ষকদের মর্যাদা অন্য যেকোনো ক্যাডারের চেয়ে বেশি।