নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
নেত্রকোনার মদন পৌর শহরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব (৩) পৌর শহরের জাহাঙ্গীরপুর এলাকার ইসমাইল মিয়ার ছেলে।
ইসমাইল মিয়া জানান, সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির আঙিনায় খেলা করছিল সাকিব। এ সময় সবার অগোচরে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায় সে। পরে ডোবা থেকে সাকিবকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক আব্দুল কুদ্দুছ জানান, হাসপাতালে আনার আগেই সাকিব মারা যায়।