নেশার টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা!
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় নেশার টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছেলে তাঁর মাকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার বেলা ৩টার দিকে গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়েনের ভারামধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মায়ের নাম জোসনা খাতুন (৫০)। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তাঁর ছেলে মোফাজ্জলকে আটক করেছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবু ওবায়দা খান জানান, আজ বেলা ৩টার দিকে উপজেলার ভারামধ্যপাড়ার মৃত আবুল হাসেমের মাদকাসক্ত ছেলে মোফাজ্জল তার মা জোসনা খাতুনের কাছে নেশা করার জন্য টাকা চায়। কিন্ত তার মা টাকা দিতে না চাইলে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে মোফাজ্জল তার মাকে কুপিয়ে হত্যা করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মোফাজ্জলকে আটক করেছে।