বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু
কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিক মারা গেছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন একজন। আজ বুধবার সকালে জেলার বুড়িচং উপজেলা সদরে এ দুর্ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিরা সদর ইউনিয়নের জগৎপুর গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন মহসিন মিয়া (২৫) ও ইসমাইল (৩৫)। আহত হয়েছেন রুবেল মিয়া (২৪)।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বড়ুয়া জানান, সকাল ১০টার দিকে উপজেলার সদর বাজার এলাকার একটি নির্মাণাধীন ভবনে একদল নির্মাণ শ্রমিক কাজ করছিল। ওই ভবনের পাশে ছিল পল্লী বিদ্যুতের ৪৪ কেভির লাইন। এ সময় কয়েকজন নির্মাণশ্রমিক (রাজমিস্ত্রি) ভবনের কাজের জন্য রড ছাদে তুলছিল। এ সময় রডের এক মাথা বিদ্যুতের তারে লেগে যায়। এতে তিনজন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদে লুটিয়ে পড়ে। অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন। আহত শ্রমিক বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।