বান্দরবানে আগ্নিকাণ্ডে পুড়েছে ১১টি বসতবাড়ি
বান্দরবানে আগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১১টি বসতবাড়ি। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। আজ বুধবার বেলা ৩টার দিকে জেলা শহরের বান্দরবান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বান্দরবান বাজার এলাকায় বৈদ্যুতিক চুলা থেকে আগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে ১১টি কাঁচা-পাকা বসতঘর। ক্ষয়ক্ষতি হয়েছে আরো কয়েকটি ঘরবাড়ি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় লোকজন দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতন জীবনযাপন করছে। তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরীসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেলা ফায়ার সার্ভিসের পরিচালক আব্দুস সাত্তার জানান, বৈদ্যুতির চুলার আগুন থেকেই আগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এতে ১১টি ঘরবাড়ি পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়।