বান্দরবানে পাহাড় কাটার অভিযোগে আটক ২
বান্দরবানে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পাহাড়িদের জায়গা দখলের অভিযোগও রয়েছে। গত মঙ্গলবার রাতে জেলা সদরের বালাঘাটা ফজরআলী পাড়া থেকে তাঁদের আটক করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা সদরের বালাঘাটার ফজর আলীপাড়ায় অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে বাদশা মিয়া (৩৫) ও মোহাম্মদ রফিক (২৪) নামের দুজনকে আটক করে। আটকের পর তাঁদের থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটককৃত দুজনসহ চারজনের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দা সুবিমল বিকাশ তঞ্চঙ্গ্যা তাঁর পরিবারের দুই একর জায়গা দখল করে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে সদর থানায় একটি এজাহার দায়ের করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত সদর থানার উপ পরিদর্শক মোহাম্মদ এরশাদ জানান, স্থানীয় পাহাড়ি সুবিমল বিকাশ তঞ্চঙ্গ্যার জায়গা দখল করে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে দুজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে কাগজপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযুক্ত ব্যবসায়ী হাতা মোহাম্মদ মুজাফফর বলেন, ক্রয় করা জায়গার ওপর বসতঘর নির্মাণের জন্য পাহাড়ের মাটি সমান করা হচ্ছে। পাহাড়ি পরিবারের জায়গা দখলের জন্য কোনো ধরনের পাহাড় কাটা হচ্ছে না।
বিরোধপূর্ণ জায়গায় পাহাড় কাটার অভিযোগে সাম্প্রতিক সময়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ব্যবসায়ী মোহাম্মদ মুজাফফরকে সাত দিনের কারাদণ্ডাদেশ ও এক হাজার টাকা জরিমানা করেন।