ময়মনসিংহের সাবেক তহশিলদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ময়মনসিংহ পৌর ভূমি অফিসের সাবেক তহশিলদার আবদুর রহিমসহ তিনজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন জেলা ও দায়রা জজ আদালত।
২০০ কোটি টাকার সরকারি ভূমি জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা দুটিতে গত ৩ ও ৬ সেপ্টেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। দুদকের পক্ষে আদালতের সহকারী আবদুল খালেক এ তথ্য জানিয়েছেন।
মামলা দুটিতে অপর দুই আসামি হলেন পাটগুদাম র্যালির মোড়ের মো. আবদুস ছালাম ও কালীবাড়ি গোলপুকুর লজের আবদুল লতিফ খাঁ।
দুদকের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কাজী শফিকুল হাসান এনটিভি অনলাইনকে জানান, শহরের পৌর ভূমি তহশিল অফিসের দায়িত্বে থাকাকালে তহশিলদার আবদুর রহিম এবং সাবেক সহকারী তহশিলদার আনিছুল হক কৃষ্টপুর মৌজার প্রায় ছয় একর খাসভূমি বিভিন্ন ব্যক্তি ও মালিকদের নামে নামজারি করেন। এভাবে তাঁরা সরকারের প্রায় ২০০ কোটি টাকার ভূমি বেহাত করেন। সেই অভিযোগে দুদক তিনজনের বিরুদ্ধে দুটি মামলা করে।
আদালত সূত্রে জানা যায়, হাইকোর্টের রায়ের অপব্যাখ্যা ও তথ্য গোপন করে শহরের কৃষ্টপুর মৌজার ৫.৯৮ একর খাসভূমি ব্যক্তি মালিকানায় বেহাত করেন ওই তিনজন। এর পরিপ্রেক্ষিতে দুদক ময়মনসিংহের সহকারী পরিচালক নাসির উদ্দিন আহমেদ কোতোয়ালি থানায় ২০১১ সালের ৩১ মে মামলা দায়ের করেন।