শিক্ষার্থীদের বিক্ষোভে স্থবির ঢাকা
রাজধানীর বিভিন্ন জায়গায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাটবিরোধী আন্দোলনের কার্যত অচল হয়ে পড়েছে নগরীর ট্রাফিক ব্যবস্থা। এর ফলে ঢাকার অভ্যন্তরীণ বিভিন্ন রুটে যান চলাচল স্থবির হয়ে পড়েছে। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছে বিভিন্ন গন্তব্যগামী মানুষ।
আজ বৃহস্পতিবার সকাল থেকে ধানমণ্ডির ২৭ নম্বর রোডে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাস্তায় বিক্ষোভে নামেন। বিক্ষোভে আসাদগেট থেকে শুক্রাবাদ, সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে, বেলা ১১টায় উত্তরার নর্থ টাওয়ারের সামনে উত্তরা ইউনিভার্সিটি ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ আর্টসের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এতে করে এয়ারপোর্ট-টঙ্গী রোডে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
রামপুরা সেতুর ওপর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির (ইডব্লিউইউ) মূল ফটকের সামনে কয়েকশ শিক্ষার্থী অবস্থান নিলে এই রাস্তায় সব ধরনের যান থমকে যায়।
বসন্ধুরা আবাসিক এলাকা সামনে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় কুড়িল বিশ্বরোডে গণপরিবহন চলাচল ব্যাহত হয়।
বেলা সোয়া ১০টার দিকে মহাখালী-গুলশান-১ রোডে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিক্ষোভ করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম জানান, পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করছে।
গতকাল বুধবার রামপুরা সেতু এলাকায় একই দাবিতে বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে ১০ থেকে ১৫ জন আহত হন।
গত ৪ জুলাই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একটি প্রজ্ঞাপনে জানায়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর সাড়ে সাত শতাংশ ভ্যাট কর দিতে হবে। আজ এনবিআর জানিয়েছে, শিক্ষার্থীদের নয়, ভ্যাট দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।