হত্যা মামলায় দেবর-ভাবির যাবজ্জীবন
কাউখালী উপজেলার বেতকা গ্রামের কাবিল হাওলাদার হত্যা মামলায় তাঁর স্ত্রী ও ভাইকে যাবজ্জীবন সাজা দিয়েছেন পিরোজপুরের একটি আদালত। আজ বৃহস্পতিবার পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নাজিমুদ্দৌলা আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন নিহত কাবিল হাওলাদারের স্ত্রী নাসিমা আক্তার (২৭) ও তাঁর ভাই হাবিল হাওলাদার (২৯)। আদালত এ সময় প্রত্যেককে যাবজ্জীবন সাজা ছাড়াও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এ ছাড়া হত্যাকাণ্ডের আলামত নষ্ট করার দায়ে এ দুজনকে আরো সাত বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী খান মোহম্মদ আলাউদ্দিন জানান, নিহত কাবিলের স্ত্রী ও ভাই হাবিলের মধ্যে বিবাহবর্হিভূত সম্পর্ক ছিল। এর জেরে ২০০৭ সালের ১২ জুলাই রাত সাড়ে ১২টায় কাবিলকে ঘুমন্ত অবস্থায় বালিশ চাপা দিয়ে ও গলায় তোয়ালে পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন আসামিরা। পরে তাঁর লাশ পাশে বেতকা খালে ভাসিয়ে দেওয়া হয়।
১৬ জুলাই কলাখালী ইউনিয়নের রাজারকাঠী খালে কাবিলের লাশ ভেসে ওঠে। এ ঘটনায় সদর থানার উপপরিদর্শক (এসআই) জিয়ারত হোসেন বাদী হয়ে পিরোজপুর থানায় একটি মামলা করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা এ দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন সরোয়ার হোসেন ও আহসানুল কবীর বাদল।