রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
রাজবাড়ীর পাংশা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে লালন হালদার (৪২) নামের একজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত লালনের বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলার গোবিন্দপুর গ্রামে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. ফজরুল করিম জানান, লালন চরমপন্থী জুলহাস বাহিনীর সদস্য। লালনের বিরুদ্ধে পাংশা ও সুজানগর থানায় হত্যাসহ বিভিন্ন ধরনের চারটি মামলা আছে।
পুলিশ কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের স্লুইসগেট এলাকায় একদল চরমপন্থী বৈঠক করছে। এই সংবাদের ভিত্তিতে পাংশা থানা পুলিশ গতকাল রাতে ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে গুলিবিদ্ধ অবস্থায় লালনকে পুলিশ উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটা ওয়ান শুটারগান ও ছয়টি গুলি উদ্ধার করে।