খালেদা জিয়ার কার্যালয়ে ঢুকতে পারেননি ১২ সাবেক সেনা কর্মকর্তা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে খাবার পৌঁছাতে পারলেন না সাবেক সেনা কর্মকর্তাদের একটি দল। ‘ওপরের নির্দেশ নেই’ বলে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাঁদের বাধা দেন।
আজ শনিবার দুপুর ১২টার দিকে রেজাউর রহমানের নেতৃত্বে সাবেক ১২ সেনা কর্মকর্তা খাবারসহ তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ের সামনের সড়কে এলে কর্তব্যরত পুলিশ তাঁদের বাধা দেন।
এ সময় সাবেক সেনা কর্মকর্তারা খাবার ও পানির বোতল খালেদা জিয়ার কার্যালয়ে পৌঁছে দেওয়ার জন্য পুলিশের কাছে অনুরোধ জানান।
পুলিশের কাছে জানতে চাইলে বলেন, এ ব্যাপারে ওপরের নির্দেশ নেই।