নেত্রকোনায় মহিলা পরিষদের সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ মহিলা পরিষদ নেত্রকোনা জেলার ত্রয়োদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ কর, নারীর সমতা ও উন্নয়ন নিশ্চিত কর’- স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার বেলা ১১টায় পাবলিক হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন মহিলা পরিষদের সহসভাপতি ডা. ফওজিয়া মোসলেম। সম্মেলনে জেলার বিভিন্ন ইউনিটের পাঁচ শতাধিক নারী অংশ নেন।
জেলা শাখার সভাপতি সাহিদা পাঠান ডেইজির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন মহিলা পরিষদের সহসভাপতি ফেরদৌস আরা মাহমুদা হেলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তারী কাদেরী, পাবলিক প্রসিকিউটর জি এম পাঠান খান বিমল, স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলনে রেহেনা সিদ্দিকীকে সভাপতি এবং তাহেজা বেগমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।