ময়মনসিংহে স্কুলছাত্রীকে উক্ত্যক্ত, ২ বখাটেকে কারাদণ্ড
ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর শহরে এক স্কুলছাত্রীকে (১২) উক্ত্যক্ত করার দায়ে দুই বখাটেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আখতার ওই সাজা দেন।
সাজার আদেশ পাওয়া দুই তরুণের নাম মেহেদি হাসান জুয়েল ও নবী হোসেন (১৬)। তাদের বাড়ি ফুলবাড়িয়া পৌর শহরের লাহেড়ীপাড়া এলাকায়।
স্থানীয় লোকজন জানান, প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে আজ শুক্রবার পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে রাস্তায় উক্ত্যক্ত করছিল ওই দুই তরুণ। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়। পরে সহকারী ভূমি কমিশনার ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব জানান, দুই বখাটেকে কারাগারে পাঠানো হয়েছে।