চান্দিনায় মদ, গাঁজাসহ নারী আটক
কুমিল্লার চান্দিনা উপজেলায় মদ ও গাঁজাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার হাসিমপুর গ্রাম থেকে ফেরদৌসী আক্তার (৩৫) নামে ওই নারীকে আটক করা হয়। তিনি এই গ্রামেরই বাসিন্দা।
চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাজেদুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, ফেরদৌসী দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে এ ব্যবসা চালিয়ে আসছিলেন। তাঁর কাছ থেকে ১২ বোতল বিদেশি মদ ও পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা হবে।