পরিচয়পত্র পেল নেত্রকোনার জেলেরা
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে জেলেদের পরিচয়পত্র দেওয়া হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে গতকাল শুক্রবার বিকেলে এই পরিচয়পত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হারুনর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দুয়া পৌরসভার মেয়র আবদুল হক ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহানারা রোজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মৎস্য কর্মকর্তা মো. হারুনর রশিদ জানান, উপজেলার তিন হাজার ৫৮০ জন জেলের নিবন্ধন করা হয়েছে। প্রথম দিনে কান্দিউড়া ইউনিয়নের ৩৮৮ জন জেলেকে পরিচয়পত্র দেওয়া হয়েছে।