হবিগঞ্জে বাস, ট্রাক, লরি চলাচল বন্ধ
নিরাপত্তাজনিত কারণে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের মতো হবিগঞ্জেও বাস, ট্রাক, লরি চলাচল বন্ধ ঘোষণা করেছে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
আজ শুক্রবার সকালে হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল থেকে দেশের কোথাও বাস ছেড়ে যায়নি। বাস চলাচল বন্ধ থাকার ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। যাত্রীরা কোনো বাস না পেয়ে বাসায় ফিরে যাচ্ছেন।
হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজীব আলী জানান, রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় সারা দেশে আন্দোলনের নামে বাস ভাঙচুর করছে শিক্ষার্থীরা। এতে দেশের বিভিন্ন স্থানে তিন শতাধিক বাস ভাঙচুর করা হয়েছে। বাস ভাঙচুর করায় মালিকরা লাখ লাখ টাকা ক্ষতির মুখে পড়েছেন। এ ছাড়া ছাত্ররা চালকদের ড্রাইভিং লাইসেন্স দেখছে। শ্রমিকদের মারধর করছে শিক্ষার্থীরা। চালকদের লাইসেন্স দেখা ছাত্রদের কাজ নয়। নিরাপত্তার অভাবে বাসের মালিকরা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাস, ট্রাক, লরি চলাচল বন্ধ থাকবে।
গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়। এ ছাড়া আহত হয় বেশ কয়েকজন। নিহত শিক্ষার্থীরা হলো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মিম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব।