ভাষাশহীদদের স্মরণে খালেদা জিয়ার বিশেষ মোনাজাত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া আজ শনিবার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক বিশেষ দোয়া মাহফিলে অংশ নিয়েছেন। ভাষা আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে আজ একুশে ফেব্রুয়ারিতে আসরের নামাজের পর খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে ওই দোয়ার আয়োজন করা হয়। খবর ইউএনবির।
কার্যালয়ের নিচতলায় আয়োজিত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান শামিম। খালেদা জিয়া দলের নারী নেত্রী-কর্মীদের নিয়ে দোতলা থেকে মোনাজাতে অংশ নেন বলে জানান তাঁর প্রেসসচিব মারুফ কামাল খান।
বিএনপির নেতাদের মধ্যে সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, আবদুল কাইয়ুম ও শিরিন সুলতানা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
খালেদা জিয়া গত ৩ জানুয়ারি থেকে তাঁর কার্যালয়ে অবস্থান করছেন। শুরুতে অবরুদ্ধ ছিলেন বেশ কিছুদিন। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবরোধ তুলে নেওয়ার পরও তিনি কার্যালয়ে থেকে যান। দীর্ঘ ৩৩ বছরের নিয়ম ভেঙে এবার তিনি একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদদের প্রতি সম্মান জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে যাননি। ১৯৮২ সাল থেকে প্রতিবছর তিনি এ দিনটিতে শহীদ মিনারে গেছেন।
তবে এবার খালেদা জিয়ার উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরীর নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা ভোরে শহীদ মিনারে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছেন।