থানচিতে নিখোঁজ বিজিবি সদস্যের লাশ উদ্ধার
বান্দরবানের থানচি উপজেলায় নৌকাডুবিতে নিখোঁজ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য জুয়েল রানার (২৪) লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার তিন্দু ইউনিয়নের বড়পাথরের ডুমরু এলাকার সাঙ্গু নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
বিজিবি বলিপাড়া ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম জানান, বিজিবি সদস্যের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তাঁর লাশ আগামীকাল রোববার সকালে সড়কপথে গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা নিয়ে যাওয়া হবে। নৌকাডুবির ঘটনায় কোনো অস্ত্র-গুলি হারানো যায়নি বলেও এদিন দাবি করেন বিজিবি কমান্ডার।
এ ব্যাপারে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর আলী জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে অস্ত্র-গুলি হারানো এবং পাওয়ার বিষয়ে পুলিশকে কিছুই জানানো হয়নি।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, চট্টগ্রাম নৌবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আলীমুজ্জামানের নেতৃত্বে সাত সদস্যের একটি ডুবুরি দল তল্লাশি চালিয়ে লাশ উদ্ধার করে।
গত বৃহস্পতিবার উপজেলার মিয়ানমার সীমান্তের সাঙ্গু সংরক্ষিত বনাঞ্চলে সন্ত্রাসী তৎপরতা দমনে ১০টি নৌকাযোগে অভিযানে যায় বিজিবির ৭৭ সদস্যের একটি দল। বড় মদক থেকে থানচি উপজেলা সদরে ফেরার সময় প্রবল স্রোতে তিন্দু ইউনিয়নের বড় পাথর এলাকায় একটি নৌকা উল্টে যায়।
এতে নৌকায় থাকা সাত সদস্যের মধ্যে ছয়জন উঠতে পারলেও বিজিবি সদস্য জুয়েল রানা (২৪) নিখোঁজ হন।
এর আগে গত ২৬ আগস্ট বান্দরবানের থানচি উপজেলার বড় মদক এলাকায় বিজিবির একটি টহলদলের ওপর মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী দল আরাকান আর্মির সদস্যরা গুলিবর্ষণ করে। এতে বিজিবির দুই সদস্য আহত হন। এ ঘটনার পর সন্ত্রাসী তৎপরতা দমনে মিয়ানমার সীমান্তে যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে।