সাভারে গুলি করে মোটরসাইকেল ছিনতাই
রাজধানীর উপকণ্ঠ সাভারে রাজীব হোসেন নামের এক কলেজ শিক্ষার্থীকে গুলি করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর কাছ থেকে মোটরসাইকেল ছিনতাই করা হয়েছে।
আজ রোববার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় এ ঘটনা ঘটে।
রাজীব তিতুমীর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। গুরুতর অবস্থায় তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজীবের বাবা মিজানুর রহমান জানান, টাঙ্গাইলের গ্রামের বাড়ি থেকে সাভারে ফিরছিল রাজীব। পথে সিঅ্যান্ডবি এলাকায় দুর্বৃত্তরা চারটি গুলি করে তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। এ সময় দুটি গুলি তার বাঁ হাতে লাগে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব মিয়া বলেন, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
সাভারের সিঅ্যান্ডবি, ব্যাংক টাউন ও বলিয়ারপুর এলাকায় প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসব ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় লোকজন।