কুমারখালীর কলাবাগান থেকে যুবকের লাশ উদ্ধার
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরজগন্নাথপুরের চাঁপাইগাছির মাঠের পাশে একটি কলাবাগান থেকে সাবু মণ্ডল (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
সাবু মণ্ডলের বাড়ি কুমারখালী উপজেলার মহেন্দ্রপুর গ্রামে। তাঁর বাবার নাম স্বপন মণ্ডল। পুলিশের দাবি, সাবুকে শ্বাসরোধে ও পিটিয়ে হত্যা করে গতকাল শনিবার রাতে লাশ কলাবাগানে ফেলে যায় দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে রাতে ফেরেননি সাবু। আজ সকালে চাঁপাইগাছি মাঠের কলাবাগানে সাবুর লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে কুমারখালী থানার পুলিশ সাবুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, সাবুকে দুর্বৃত্তরা পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।