খাগড়াছড়িতে চান্দের গাড়ি উল্টে পুরোহিত নিহত
খাগড়াছড়ি সদর উপজেলার পাঁচ মাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় ভুবন মোহন বৈষ্ণব (৭০) নামের এক পুরোহিত নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। আজ বৃহস্পতিবার দুপুরে চান্দের গাড়ি উল্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার পাঁচ মাইল ছোট গাছবান এলাকার বাসিন্দা।
সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন জ্যোতিষ কুমার ত্রিপুরা (৩২), গীবা বসন ত্রিপুরা (৩০), কফিন্দ্র ত্রিপুরা (৪৫), সুনীল ত্রিপুরা (২১) ও দেব রানী ত্রিপুরা (৪৫)। আহতদের মধ্যে কফিন্দ্র ত্রিপুরাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, খাগড়াছড়ি থেকে অতিরিক্ত যাত্রীবাহী চান্দের গাড়ি দীঘিনালা সড়কের পাঁচ মাইল নামক এলাকায় পাহাড়ে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই ভুবন মোহন বৈষ্ণব মারা যান। তিনি কৃপারোয়াজা পাড়া শিব মন্দিরে পুরোহিতের দায়িত্ব পালন করতেন।