বিবিসির মিডিয়া অ্যাকশন অফিসে আগুন
রাজধানীর গুলশান ২ নম্বর সেকশনের কনকর্ড আই কে টাওয়ারে অবস্থিত বিবিসির মিডিয়া অ্যাকশন অফিসে আগুনের ঘটনা ঘটেছে।
আজ রোববার সকাল ৮টা ৩৮ মিনিটে আটতলা ভবনের সর্বোচ্চ তলায় আগুন ধরে। তবে ৯টা ১০ মিনিটে বারিধারা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বারিধারা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মিলন মিয়া জানান, মিডিয়া অ্যাকশন অফিসের একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। আগুনে কিছু কম্পিউটার ও আসবাব পুড়ে গেছে। তবে এ সময় অফিসে কোনো লোক না থাকায় কেউ হতাহত হয়নি। তিনি জানান, শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।