ময়মনসিংহে ইউপি কার্যালয়ে অগ্নিসংযোগ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। আজ রোববার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
দেওখোলা ইউপির সচিব দেলোয়ার হোসেন জানান, কার্যালয়ের পাহারায় থাকা গ্রাম পুলিশ বিল্লাহ হোসেন ভোর ৫টার দিকে ফজরের নামাজ পড়তে বাজারের মসজিদে যান। এ সময় আগুন দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
সচিব বলেন, কাবিখা, কাবিটা, কর্মসৃজন প্রকল্প ও গ্রামীণ অবকাঠামো প্রকল্পের কাগজপত্রসহ অধিকাংশ নথি পুড়ে ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে ।