পুলিশের সাবেক সদস্যের লাশ উদ্ধার, স্ত্রী-ছেলে আটক
ঝিনাইদহ শহরের কালীকাপুর মোল্লাপাড়ার একটি বাড়ির প্রাঙ্গণ থেকে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম ওবাইদুল ইসলাম (৪৮)। আজ রোববার সকালে লাশটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওবাইদুলের বাড়ি সদর উপজেলার বাকড়ী গ্রামে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্ত্রী শিখা খাতুন ও ছেলে লিংকনকে আটক করেছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, বেলা পৌনে ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি আরো জানান, ওবাইদুল ইসলাম চুয়াডাঙ্গা থানায় কর্মরত থাকা অবস্থায় গত ২ জুলাই স্বেচ্ছায় অবসর নেন। সকালে স্ত্রী ও ছেলের সঙ্গে ওবাইদুর নাশতা করেন। কিছুক্ষণ পর তাঁর লাশ বাড়ির ভেতরে পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়।
ওবাইদুলের ভাই পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মচারী সদরুল ইসলাম অভিযোগ করেন, স্ত্রী ও সন্তানরা তাঁর ভাইকে হত্যা করেছে।