২০১৮ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ
২০২১ সাল নয় ২০১৮ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
গতকাল শনিবার সন্ধ্যায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার রনগাঁও ইউনিয়নের চিন্তামনির হাটে এক অনুষ্ঠানে খালিদ মাহমুদ চৌধুরী এই কথা বলেন। সেখানে তিনি দিনাজপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ আয়োজিত চণ্ডীপুর, গোবিন্দপুর, সুলতানপুর, ফুটকিবাড়ী, ডহরা, জালগাঁও ও আটগাঁও গ্রামের ৩৮৯টি বাড়িতে শুভ বিদ্যুতায়নের উদ্বোধন করেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর উত্তরাধিকারী বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গ্রামে গ্রামে বিদ্যুতের বিষয় নিয়ে ভাবেন না। তিনি ভাবেন, বাংলাদেশের ঘরে ঘরে কীভাবে বিদ্যুৎ পৌঁছানো যায়। ২০২১ সাল লাগবে না, ২০১৮ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকার গত ছয় বছরে দেশে ১১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছে, যার সুফল পাচ্ছে দেশের মানুষ। বিএনপি জামায়াত জোট ও জঙ্গিবাদের কারণে বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে।
দিনাজপুর পল্লীবিদ্যুৎ সমিতি ১-এর পরিচালক মো. আসাদুজ্জামান রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু। বক্তব্য শেষে সুইচ টিপে আনুষ্ঠানিকভাবে শুভ বিদ্যুতায়নের উদ্বোধন করেন খালিদ মাহমুদ চৌধুরী।