নিজ বাড়িতে গেল বিজিবি সদস্যের লাশ
বান্দরবানের থানচি উপজেলায় সাঙ্গু নদী থেকে উদ্ধার করা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য জুয়েল রানার (২৪) লাশ হেলিকপ্টারে করে গ্রামের বাড়ি চুয়াডাঙ্গায় পাঠানো হয়েছে। রোববার সকালে বান্দরবানের ৬৯ সেনানিবাসে জুয়েল রানার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বান্দরবান সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহম্মদ চৌধুরী, বিজিবির বান্দরবানের সেক্টর কমান্ডার কর্নেল অলিউর রহমান, জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরীসহ সেনাবাহিনী, বিজিবির কর্মকর্তা এবং সৈনিকরা অংশ নেন।
বিজিবির বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল অলিউর রহমান জানান, সকালে বান্দরবান সদর হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্তের পর সেনানিবাসে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে হেলিকপ্টারে করে মৃতদেহটি গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
অভিযান শেষে ফেরার পথে জেলার থানচি উপজেলার তিন্দু বড়পাথর এলাকায় প্রবল স্রোতের কারণে সাঙ্গু নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় গত বৃহস্পতিবার বিকেলে বিজিবি সদস্য জুয়েল রানা নিখোঁজ হন। নিখোঁজের দুদিন পর তিন্দু ডুমুর এলাকা থেকে জুয়েলের লাশ উদ্ধার করা হয়। শনিবার লাশটি থানচি থেকে বান্দরবান বিজিবি সেক্টর দপ্তরে নেওয়া হয়।