মুখোমুখি সংঘর্ষ এড়াল মহানগর গোধূলী-সুবর্ণ এক্সপ্রেস
শেষ মুহূর্তের সতর্কতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন সহস্রাধিক ট্রেনযাত্রী।
গতকাল রোববার চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা মহানগর গোধূলী ট্রেন ভৈরব স্টেশন পার হওয়ার পর খানাবাড়ী রেলস্টেশনে পৌঁছালে রেলরোড সুইচ বদলে ভুলক্রমে অন্য একটি লাইনে চলতে শুরু করে। যদিও বিষয়টি ট্রেনের চালক বা লোকোমোটিভ মাস্টার টের পাননি।
একই লাইনে আরেক দিক থেকে ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল সুবর্ণ এক্সপ্রেস। একসময় বিষয়টি টের পেলে নরসিংদী স্টেশনের আগে আমিরগঞ্জ ও খানাবাড়ী রেলস্টেশনের মধ্যবর্তী একটি স্থানে দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের দিকে ট্রেন দুটিকে মাত্র ১০০ থেকে ১৫০ গজ মুখোমুখি দূরত্বে থামাতে সক্ষম হন চালকদ্বয়। এতে অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পান ট্রেন দুটির যাত্রীরা। ঘটনাটি নিশ্চিত করেছেন মহানগর গোধূলীর একজন যাত্রী।
শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ২টা ৩০ মিনিটের দিকে মহানগর গোধূলীকে পেছন দিকে ফিরিয়ে নিয়ে আগের লাইনে স্থানান্তরিত করা হলে ট্রেন দুটি পুনরায় যাত্রা শুরু করে।