কলমাকান্দায় দুই দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন এবং সারা দেশে ইন্টারনেট ছড়িয়ে দেওয়া ও সহজলভ্য করতে নেত্রকোনার কলমাকান্দায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ-২০১৫।
কলমাকান্দা অডিটরিয়ামে রোববার দুপুরে প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. আবদুর রহিম।
মেলা উপলক্ষে অডিটরিয়াম প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল আহসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আবদুর রহিম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম ফকরুল ইসলাম ফিরোজ, উপজেলা ভাইস চেয়ারম্যান রুকনুজ্জামান খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান কলি আক্তার, ইউপি চেয়ারম্যান এ কে এম হাদিউজ্জামান প্রমুখ।
মেলায় ৫০টি স্টলে কম্পিউটার ও ইন্টারনেট বিষয়ে ধারণা দিতে বিভিন্ন স্টল রয়েছে।