সাঁতার শিখতে গিয়ে দুই শিশুর মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দাড়েরপাড়া গ্রামে ঘড়ির বিলে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বেলা সাড়ে ১২টার দিকে দাড়েরপাড়া গ্রামের শুকচাঁদ আলীর মেয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মিম (১১) ও রিয়াজুল হকের মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী রিতু (১০) বাড়ির পাশের ঘড়ির বিলে গোসল করতে নামে। এ সময় প্লাস্টিকের বোতল নিয়ে সাতাঁর শিখছিল তারা। হঠাৎ বোতল ফসকে হাত থেকে বেরিয়ে গেলে শিশু দুটি পানিতে ডুবে যায়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা দুটি শিশুকেই মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, শিশু দুটির মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একসঙ্গে দুই শিশুর এই মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।