দাউদকান্দিতে ট্রাকচাপায় পথচারী নিহত
কুমিল্লার দাউদকান্দিতে ট্রাকচাপায় পিষ্ট হয়ে সেলিনা আক্তার (৩০) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর আড়াইটায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড জামে সমজিদের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট মো. রফিকুল ইসলাম লিটন জানান, ঢাকাগামী একটি ট্রাক (খুলনা মেট্রো-ট-১১-০৫২৪) দ্রুতগতিতে ওভারটেকিং করে যাওয়ার সময় গৌরীপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে পথচারী সেলিনা আক্তারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত সেলিনা আক্তার কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। ট্রাকটি আটক করেছে হাইওয়ে পুলিশ। ঘটনার পরপরই চালক ও তাঁর সহকারী পালিয়ে যায়।