ইয়াবাসহ চিকিৎসক গ্রেপ্তার!
দুই হাজার ইয়াবাসহ এক চিকিৎসক ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশ। গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কুষ্টিয়া বক্ষব্যাধি (টিবি) হাসপাতালের চিকিৎসক আসাদুজ্জামান ফিরোজ, তাঁর সহকারী জয়নাল আবেদিন ও করাতকলের মালিক নাহারুল ইসলাম।
পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে গোপন খবরের ভিত্তিতে মিরপুর থানা পুলিশ জানতে পারে পৌর এলাকার জিয়া সড়কের একটি করাতকলের মধ্যে কয়েকজন ইয়াবা সেবন করছে। এমন সংবাদ পেয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে চিকিৎসক আসাদুজ্জামান ফিরোজ, তাঁর সহকারী জয়নাল আবেদিন এবং ওই করাতকলের মালিক নাহারুল ইসলামকে দুই হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়ার (ভেড়ামারা-মিরপুর-দৌলতপুর সার্কেল) সহকারী পুলিশ সুপার মিয়া মোহম্মদ আশীষ বিন হাছান জানান, মাদক চোরাকারবারি বা সেবনকারী কাউকেই ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তার হওয়া তিনজনের বিরুদ্ধে মিরপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।