ডাকাতদের হামলায় গৃহবধূ আহত, একজনকে ধরে গণপিটুনি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ডাকাতদলের ধারালো অস্ত্রের আঘাতে রাবেয়া খাতুন (৪০) নামের এক গৃহবধূ আহত হয়েছেন। এ ঘটনায় জানে আলম (২০) নামের এক ডাকাতকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
সোমবার ভোররাতে শায়েস্তাগঞ্জের সুরাবই গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আটক জানে আলম লাখাই উপজেলার সিংহগ্রামের কাছুম আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার ভোররাতে সুরাবই গ্রামের আবদুল করিমের বাড়িতে ১০ থেকে ১২ জনের একদল ডাকাত হানা দেয়। আবদুল করিম, তাঁর স্ত্রী ও চার সন্তানকে অস্ত্র দেখিয়ে জিম্মি করে মালামাল লুটে নেয় তারা। এ সময় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন রাবেয়া খাতুন।
পরবর্তীতে ওই পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় জনতা এগিয়ে এসে ডাকাতদের ধাওয়া করে। এ সময় জানে আলমকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। পরে জানে আলমকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে লোকজন। আহত রাবেয়াকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, স্থানীয় জনতা এক ডাকাতকে পুলিশে সোপর্দ করেছে। আহত অবস্থায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।