সুন্দরবন থেকে পাচার হওয়া সুন্দরী গাছ জব্দ
সুন্দরবন থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ সুন্দরী গাছ জব্দ করেছে পুলিশ। জব্দ করা গাছ বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর এলাহী জানান, সংঘবদ্ধ গাছ চোরাকারবারিরা সুন্দরবনের কর্তন নিষিদ্ধ সুন্দরী গাছ ট্রলারে করে পাচার করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে মংলার উলুবুনিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ একটি ট্রলারসহ বিপুল সুন্দরী গাছ জব্দ করে। ট্রলারে প্রায় ৫০০ ঘনফুট সুন্দরী গাছ বোঝাই ছিল। মোট ৭১টি গাছের প্রতিটিই ৮-১০ মিটার লম্বা। জব্দ করা গাছ ও ট্রলারের মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানায় পুলিশ। পরে জব্দ করা গাছ ও ট্রলার পূর্ব সুন্দরবনের ঢাংমারী ফরেস্ট স্টেশনে হস্তান্তর করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কেউই আটক হয়নি।
পুলিশ আরো জানায়, চোরাকারবারিরা ট্রলারের গাছবোঝাই করে উপরে ধানের তুষ দিয়ে ঢেকে দিয়েছিল যাতে কেউ বুঝতে না পারে নিচে সুন্দরী গাছ রয়েছে। চক্রটি দীর্ঘদিন ধরে মংলা নদী হয়ে ঝালকাঠিসহ বিভিন্ন জায়গার গাছ পাচার করে আসছে বলেও অভিযোগ রয়েছে।