চাঁদপুরের ৪০ গ্রামে আজ ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৪০টি গ্রামে আজ মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।
চাঁদপুর জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, শাহরাস্তি ও মতলব উত্তরের এসব গ্রামে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায় ঈদ উদযাপন করছেন।
এ উপলক্ষে আজ সকাল ৯টায় জেলার ফরিদগঞ্জের টোরা মুন্সীরহাটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা রহমত উল্লাহ।
জেলার হাজীগঞ্জের সাদ্রা দরবার শরিফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) ১৯৩৩ সাল থেকে এই দেশে এমন ধর্মীয় প্রথা চালু করেন। তার পর থেকে তাঁর অনুসারীরা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এভাবে আগাম দুটি পবিত্র ঈদ এবং রোজা পালন করছেন।
আগামীকাল বুধবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।