এমপিওভুক্তির দাবিতে কুষ্টিয়ায় শিক্ষকদের মানববন্ধন
কুষ্টিয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স কোর্সে নিয়োগকৃত শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠের সামনে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক সমিতি এ মানববন্ধনের আয়োজন করে।
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক সমিতির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি টিপু সুলতান মানববন্ধনে সভাপতিত্ব করেন। এতে জেলার বিভিন্ন অনার্স-মাস্টার্স কলেজের শিক্ষকরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, দাবি আদায় না হলে ঈদের পর ঢাকায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।