স্বাভাবিক জীবন চাই : চঞ্চল চৌধুরী
পেট্রলবোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যার ঘটনায় স্বাভাবিক জীবন চেয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। লাগাতার হরতাল-অবরোধে মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদ জানিয়েছেন তিনি।
হরতাল, অবরোধ ও নাশকতা বন্ধের দাবিতে আজ রোববার বেলা ১১টার দিকে রাজধানীর গুলশান ২ নম্বর গোলচত্বরের কাছে আয়োজিত মানববন্ধনে চঞ্চল চৌধুরী এনটিভিকে এ কথা জানান।
চঞ্চল চৌধুরী বলেন, ‘আমাদের দাবি শুধু একটাই। এটি শুধু আমাদের নয়, সারা দেশের মানুষের দাবি। দেশে যে রাজনৈতিক অস্থিরতা চলছে, পেট্রলবোমা মেরে হাজার হাজার মানুষ পোড়ানো হচ্ছে, ঝলসানো হচ্ছে; তারা মারা যাচ্ছে। স্কুল-কলেজ বন্ধ। পরীক্ষা ঠিকমতো হচ্ছে না। আমাদের স্বাভাবিক জীবন আমরা চাই। আমরা এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে সাপোর্ট করি না। এর প্রতিবাদ জানাতে এখানে আমরা এসেছি।’
একই মানববন্ধনে অভিনেতা তুষার খান বলেন, ‘আমরা একটা পেশায় আছি। আমরাও কিন্তু সাধারণ মানুষ। সাধারণ মানুষ যাতে ভালো থাকে, শান্তিতে থাকে, সুন্দরভাবে থাকে, নিরাপত্তায় থাকে, সেই সব চাওয়া। এটা একদম মৌলিক চাওয়া জনগণের, সাধারণ মানুষের। সেই মৌলিক চাওয়াগুলোর সমর্থনে আমাদের আজকের এই অবস্থান। আমরা চাইব, শান্তিতে ভালোভাবে নিরাপদে থাকতে পারি। এটাই আমাদের চাওয়া।’
মানববন্ধনে ছিলেন আওয়ামী লীগ-সমর্থিত পেশাজীবী, সংস্কৃতিকর্মী ও মুক্তিযোদ্ধারা দল। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ের দিকে রওনা হয়। মিছিলটি গুলশান কার্যালয়ের দক্ষিণ পাশে গেলে পুলিশ তাদের আটকে দেয়। পরে বিক্ষোভকারীরা সেখান থেকে চলে যান।