ইন্দুরকানীতে ‘বন্দুকযুদ্ধে’ ‘ডাকাত’ নিহত
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জাকির নামের সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছেন। তাঁর বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলার জোলাগাতি গ্রামে।
পিরোজপুরের ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে ইন্দুরকানী উপজেলার পত্তাশী এলাকায় জাকিরকে নিয়ে ডাকাতির মালামাল উদ্ধার করতে যায় পুলিশ। পথে ওত পেতে থাকা জাকিরের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশও তাদের ওপর হামলা চালায়। এতে ডাকাত সদস্য জাকির নিহত হন। এ সময় পুলিশ সেখান থেকে একটি পাইপগান, ধারালো অস্ত্র ও বেশ কয়েকটি গুলি উদ্ধার করে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাঁরা পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ইন্দুরকানী থানা সূত্রে জানা গেছে, জাকিরের নামে বিভিন্ন থানায় ১১টি মামলা আছে।