রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ ‘ডাকাত সর্দার’ নিহত
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার অলংকারপুর এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম ভাদু শেখ (৪৩)। তিনি ডাকাত সর্দার ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত ভাদুর বাড়ি সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের গোবিন্দগঞ্জ গ্রামে।
পুলিশ জানায়, গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে ডাকাতি করার জন্য পূর্বপ্রস্তুতি নিচ্ছিলেন ডাকাত দলের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে যায়। ডাকাত সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি করে। পুলিশের গুলিতে ভাদু শেখ আহত হন। তাঁকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিনা বেগম জানান, এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। ভাদু শেখের বিরুদ্ধে হত্যা-ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান, দুটি গুলি ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।
পুলিশ ভাদু শেখের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠিয়েছে।