খাগড়াছড়িতে শ্যামলী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার বুদংপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. আল আমিন (৩৩)। তিনি ইবনে সিনা (হারবাল) ওষুধ কোম্পানির মেডিকেল ইনফরমেশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি পটুয়াখালীর দক্ষিণ দিঘাই গ্রামের কেরামত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল পৌনে ১০টার দিকে উপজেলার বুদংপাড়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন মোটরসাইকেল আরোহী আল আমিনকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শ্যামলী পরিবহনের বাসটি আটক করা হয়েছে।