মধ্যরাতে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরকে ধাক্কা, ৬ বাসযাত্রী নিহত
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাস ও ট্রাক্টরের মধ্যে সংঘর্ষে মধ্যরাতে শিশুসহ ছয়জন নিহত হয়েছে। এ সময় আহত হয় ১০ জন।
গতকাল শুক্রবার মধ্যরাতে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে মহিদপুরের রাইচ মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান নিশ্চিত করেছেন।
আজ শনিবার সকালে পুলিশ আরো জানায়, গতকাল রাতে সাউদিয়া পরিবহনের বাসটি গাইবন্ধার সাঘাটা উপজেলা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। রাইচ মিল এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা হাবিবা-হাকিম ফুডের একটি ট্রাক্টরকে বাসটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরো দুজন মারা যান।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা গিয়ে হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।
নিহতদের লাশ গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় রয়েছে বলে জানায় পুলিশ।