কুষ্টিয়ায় বিএডিসি কর্মকর্তার হাত কাটল দুর্বৃত্তরা
কুষ্টিয়ার ভেড়ামারায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) এক কর্মকর্তার হাত কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারার ১২ মাইল কোল্ডস্টোরের সামনে এ ঘটনা ঘটে।urgentPhoto
আহত ব্যক্তির নাম নৃপেন কুণ্ডু। তিনি ভেড়ামারা উপজেলার বিএডিসির উপসহকারী প্রকৌশলী (পাট ও বীজ)। তাঁর বাড়ি রাজবাড়ী জেলার খানখানাপুর গ্রামে। তিনি ওই গ্রামের নারায়ণ কুণ্ডুর ছেলে।
পুলিশ জানায়, আহত নৃপেনের অবস্থা আশঙ্কাজনক। তাঁর ডান হাত কনুইয়ের ওপর থেকে কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, বুধবার রাতে অফিস থেকে মোটরসাইকেলে করে কুষ্টিয়ায় বাড়ি ফিরছিলেন নৃপেন কুণ্ডু। মোটরসাইকেলটি ভেড়ামারার ১২ মাইল কোল্ডস্টোরের সামনে গেলে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁর গতিরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁর ডান হাত কেটে দ্বিখণ্ডিত করে দেয়। এ সময় নৃপেনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে মুমূর্ষু অবস্থায় বিএডিসির এ কর্মকর্তাকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলেও জানান ওসি।
এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম জানান, মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হতে পারে। স্থানীয়রা এগিয়ে যাওয়ায় দুর্বৃত্তরা মোটরসাইকেল নিতে পারেনি। আবার পূর্বশত্রুতার জের ধরেও এ ঘটনা ঘটতে পারে।
এ ঘটনার পর মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা করা হয়নি বলে জানান ভেড়ামারা থানার ওসি।