ফেনীতে এক রাতে ‘বন্দুকযুদ্ধে’ ২ ‘মাদক ব্যবসায়ী’ নিহত
ফেনীতে এক রাতে কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পুলিশের এই এলিট ফোর্সের দাবি, দুই ব্যক্তিই মাদক ব্যবসায়ী।
গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার সুলতানপুর ও লেমুয়া এলাকায় ওই দুই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
র্যাব-৭ ফেনী সিপিসি-১ অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম দাবি করেন, গতকাল রাত ১০টার দিকে সুলতানপুর এলাকায় র্যাবের টহল দলের সঙ্গে মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধ হয়। সে সময় ঘটনাস্থলে লাল সুমন নামের এক মাদক ব্যবসায়ী নিহত হন।
শাফায়াত জামিল বলেন, ‘সুমনের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়।’ থানায় লাল সুমনের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে বলেও জানান তিনি।
র্যাবের দাবি, নিহত লাল সুমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তিনি সদর থানার ধর্মপুর গ্রামের বাসিন্দা।
অপর ‘বন্দুকযুদ্ধ’ প্রসঙ্গে র্যাবের এই কর্মকর্তা দাবি করেন, ভোররাত ৪টার দিকে লেমুয়া এলাকায় র্যাবের টহল দলের সঙ্গে মাদক ব্যবসায়ীদের একটি দলের গোলাগুলি হয়। পরে ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী কবির হোসেনের লাশ উদ্ধার করা হয়।
ওই স্থান থেকে এক লাখ ৮০ হাজার ইয়াবা, একটি ওয়ান শুটারগান ও সাতটি গুলি উদ্ধার করা হয় বলে জানান র্যাব অধিনায়ক।
কবির হোসেন (৩৫) চাঁদপুরের শাহরাস্তি থানার ইছাপুর গ্রামের বাসিন্দা।
নিহত লাল সুমন ও কবির হোসেনের লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য আনা হয়েছে বলে জানায় র্যাব।