গাইবান্ধায় ট্রাক্টরচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
গাইবান্ধার সাঘাটা উপজেলায় ট্রাক্টরের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে এক স্কুলছাত্র।
আজ বুধবার সকালে উপজেলার চিথুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাঘাটা উপজেলার ব্যবসায়ী সজীব ঘোষ এবং বগুড়ার গাবতলী উপজেলার নরোত্তম কুমার।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সকাল ৭টার দিকে সাঘাটা থেকে ট্রাক্টরটি গাইবান্ধার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল দুই মোটরসাইকেল আরোহী। চিথুলিয়া এলাকায় তাদের মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত হয় মোটরসাইকেল আরোহী আরেক স্কুলছাত্র। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চালক ট্রাক্টর ফেলে পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।