ধনবাড়িতে তারুণ্যের উৎসব, গুণীদের সম্মাননা
তারুণ্যের আলোয় দূর হোক অন্ধকার-এই স্লোগানকে সামনে রেখে এবারও উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের ধনবাড়িতে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় তরুণদের সৃষ্টিশীল সংগঠন তরুণের হাটের উদ্যোগে গত শুক্রবার বিকেলে ধনবাড়ি কলেজ মাঠে ওই উৎসব হয়। দিনব্যাপী উৎসবের মধ্যে ছিল বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, স্বর্ণতরুণ পদক প্রদান, বয়োজ্যেষ্ঠ সম্মাননা, গুণীজন সম্মাননা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।
আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন জনতা ব্যাংকের পরিচালক মো. আবু নাসের। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ধনবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর ফারুক আহমাদ, ধনবাড়ি পৌরসভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের মহাসচিব ড. বেলাল হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শরিফুল ইসলাম। অনুষ্ঠানে এ বছর বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনকে মুক্তিযোদ্ধা সংবর্ধনা দেওয়া হয়। এবার ধনবাড়ি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেশব চন্দ্র দাস এবং ধনবাড়ি কলেজিয়েট স্কুল ও বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট মীর মো. আশরাফ হোসেনকে গুণীজন সম্মাননা দেওয়া হয়।
বয়োজ্যেষ্ঠ সম্মাননা দেওয়া হয় আলহাজ মো. শামসুদ্দিনকে। অনুষ্ঠানে একজন প্রতিবন্ধীকে হুইলচেয়ার দেওয়া হয়।
বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এ ছাড়া বিভিন্ন পেশায় কৃতিত্ব রাখায় এবার ধনবাড়ির ১০ জনকে স্বর্ণতরুণ পদক দেওয়া হয়। তাঁরা হলেন সাউথ-ওয়েস্ট কম্পোজিট লিমিটেডের পরিচালক শামীম রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা হাসিনা খাতুন, মেজর আব্দুল্লাহ-আল-আমীন, ডা. মো. সাজ্জাদ হোসেন শিমুল, বিসিএস শিক্ষা ক্যাডারের মনিরুজ্জামান, সাব-রেজিস্ট্রার খন্দকার মেহবুবুল ইসলাম, ডা. কার্তিক চন্দ্র বল, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ডা. এ বি এম কামরুল হাসান রাঙ্গা, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হাফিজুর রহমান ও ডা. নয়ন রঞ্জন সরকার। এ ছাড়া সংগঠন হিসেবে ধনবাড়ির অন্বেষা শাখা চাঁদের হাট ও ধনবাড়ী নাট্য পদাতিককে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
তরুণের হাট সংগঠন দীর্ঘ এক যুগ ধরে তারুণ্য উৎসবের আয়োজন করে আসছে। সংগঠনটি তরুণদের উন্নয়ন ও সামাজিক-সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ে কাজ করছে।