সুসময়-দুঃসময়ে বাংলাদেশের সঙ্গে থাকবে ভারত : শ্রিংলা
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক চিরদিন অবিচ্ছেদ্য থাকবে। সুসময়-দুঃসময় বাংলাদেশের পাশেই থাকবে ভারত। বাংলাদেশের উন্নয়নেও ভারত সহযোগিতা করবে।
আজ রোববার সকাল ১১টার দিকে পিরোজপুরের কুড়িয়ানা ইউনিয়নের কবিগুরু বরীন্দ্রনাথ ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজিত সংক্ষিপ্ত সুধী সমাবেশে ভারতের হাইকমিশনার এসব কথা বলেন। এর আগে ঝালকাঠির ভিমরুলীর ও পিরোজপুরের কুড়িয়ানায় স্পিডবোটে ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন করেন তিনি।
শ্রিংলা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দ্রিরা গান্ধীর নেতৃত্বে বাংলাদেশে-ভারতের মধ্যে সুসম্পর্কের বীজ বপন করা হয়েছিল। বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে তা আরো সুদৃঢ় হয়েছে।
এ সয়ম ভারতীয় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি রাজেশ উকে এবং নবনীতা চক্রবর্তী উপস্থিত ছিলেন। পিরোজপুর ও ঝালকাঠির জেলা প্রশাসনসহ স্থানীয় সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন। ভাসমান পেয়ারার বাজার ও পেয়ারার বাগান দেখে মুগ্ধ হন ভারতের হাইকমিশনার। তিনি মনোরম পরিবেশে গড়ে ওঠা ভাসমান বাজারকে দৃষ্টিনন্দন বলেও জানান।