কুমারখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চড়াইকোল এলাকায় বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মনির হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরো দুজন আহত হয়েছেন।
আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
মনির হোসেনের বাড়ি দৌলতপুর উপজেলার ভাগজোত তালতলা গ্রামে। তাঁর বাবার নাম আফছার আলী।
আহত যুবকের নাম তারিক। তিনি দৌলতপুরের মথুরাপুর গ্রামের জামিরুল ইসলামের ছেলে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, বেশ কয়েক দিন ধরে এলাকার ১২ হাজার ভোল্টের বিদ্যুতের লাইনে কাজ চলছে। আজ সকাল ১০টার দিকে কাজ চলা অবস্থায় বিদ্যুতের লাইনে বিস্ফোরণ ঘটে। এ সময় শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কর্মী গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনির হোসেনকে মৃত ঘোষণা করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, হতাহতরা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে কাজ করছিলেন। পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।