বিএসএফের এলোপাতাড়ি গুলি, ৫ বাংলাদেশি আহত
জয়পুরহাট সদর উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের সদস্যরা এলোপাতাড়ি গুলি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন পাঁচ বাংলাদেশি। আজ শুক্রবার দুপুরে উপজেলার ধলাহার ইউনিয়নের ভুটিয়াপাড়া সীমান্তের ২৭৬/৮ নম্বর সাব পিলারসংলগ্ন পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পরপর আহতদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়। এঁদের একজনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জয়পুরহাট-৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুর রাজ্জাক তরফদার এনটিভি অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ধলাহার ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোজাম্মেল হক ও বিএসএফের গুলিতে আহত ব্যক্তিরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামে সীমান্তঘেঁষা একটি পুকুরে দুই শিশু মাছ ধরছিল। এ সময় বিএসএফ তাদের ধাওয়া করে। গ্রামবাসী প্রতিবাদ করলে বিএসএফ সদস্যরা সংঘবদ্ধ হয়ে ওই গ্রামে অতর্কিতে গুলি ছোড়ে। বিএসএফের গুলিতে ওই গ্রামের পরিমল চন্দ্র, ফারুক, বিদ্যুৎ, নির্মল চন্দ্র ও সায়েম গুলিবিদ্ধ হন।
এঁদের মধ্যে সায়েমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।