ফরিদপুরে শেষ হলো বিতর্ক উৎসব
মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার নিয়ে শেষ হয়েছে ‘ফরিদপুর বিতর্ক উৎসব- ২০১৫’। আজ শুক্রবার সন্ধ্যায় শহরের অম্বিকা হলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দুদিনব্যাপী উৎসবের শেষ হয়।
‘বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচ না’ স্লোগানে গতকাল বৃহস্পতিবার এ বিতর্ক উৎসব শুরু হয়। উৎসবে বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলার ৪৬টি স্কুল ও আটটি কলেজ অংশ নেয়। ফরিদপুর ডিবেট ফোরাম ও জেলা প্রশাসনের আয়োজনে নবম উৎসবের আয়োজনে সার্বিক সহায়তা করে করিম গ্রুপ ও বাংলাদেশ ডিবেট ফেডারেশন।
স্কুলপর্যায়ে ‘বর্তমান শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের মেধা বিকাশে উপযোগী নয়’ বিষয়ের পক্ষে অবস্থান নিয়ে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়। বিপক্ষে অংশ নিয়ে ফরিদপুর উচ্চ বিদ্যালয় দল রানার্স আপ হয়।
অপরদিকে কলেজ পর্যায়ে ‘উপমহাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্র ইতিবাচক’ বিষয়ের পক্ষে অবস্থান নিয়ে সরকারি রাজেন্দ্র কলেজ বিজয়ী হয়। আর বিপক্ষে অংশ নিয়ে রাজবাড়ী সরকারি কলেজ রানার্স আপ হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ফরিদপুর ডিবেট ফোরামের সভাপতি মিথুন কর্মকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুর রশীদ।
এ সময় কেন্দ্রীয় যুবলীগের শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগারবিষয়ক সম্পাদক মিজানুল ইসলাম মিজু, অধ্যক্ষ হাসিনা বানু ও ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ প্রমুখ বক্তব্য রাখেন।