চান্দিনায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, মহাসড়কে যানজট
কুমিল্লার চান্দিনা উপজেলার কাঠেরপুল নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছে। দুর্ঘটনাকবলিত স্থানটি দুই লেনের হওয়ায় উভয় পাশে প্রায় ৪০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আহত ব্যক্তিরা সবাই মাইক্রোবাসের যাত্রী। এদের মধ্যে চালকসহ দুজনের অবস্থা গুরুতর।
স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, ‘দুর্ঘটনায় মাইক্রোবাসের চালক আটকে ছিল। আমরা রড শাবল দিয়ে চালককে বের করে স্থানীয় হাসপাতালে পাঠাই।’
চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) মো. রাহাত সিদ্দিকী এনটিভি অনলাইনকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের লোকজন মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। রাত সাড়ে ৯টার দিকে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়।